সাতার জানা ও না জানা ব্যক্তির মধ্যে পার্থক্য আছে। সাতার মুলত এক ধরনের শারীরিক অঙ্গসঞ্চালন! সাতার জানা নির্দিষ্ট কৌশল অবলম্বন করে ব্যক্তি হাত পা নাড়িয়ে এক্সট্রা চাপ সৃষ্টি করে ফলে প্লবতা বাড়ে এবং ভেসে থাকে। কিন্তু সাতার না জানা ব্যক্তি উলটো পালটা হাত পা ছোড়ে, ফলে ডুবে যায়! আবার সাতার না জানা অনেকে ভয় পেয়েও ডুবে যায়!