মনেরা ও ফানজাই এর পার্থক্য নিম্নরূপ
মনেরা:-
১. কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই।
২. এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা নেই কিন্তু রাইবোসোম আছে।
৩. কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়।
৪. প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্যগ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেটিক বা সালোকসংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।
ফানজাই :-
১. এদের নিউক্লিয়াস সুগঠিত।কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত।
২. মিয়োসিসের মাধ্যমে কোষ বিভাজন ঘটে।
৩. খাদ্যগ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। ক্লোরোপ্লাষ্ট অনুপস্থিত।
৪. হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে।