GMO(Genetically Modified Organism) এবং ট্রান্সজেনিক জীবের মধ্যে একটু পার্থক্য রয়েছে। GMO সেসকল জীবকে বলা হয় যাদের জিনে মিউটেশনের মাধ্যমে বৈশিষ্ট্যের পরিবর্তন করা হয়। অপর দিকে ট্রান্সজেনিক জিব তাদেরকে বলা হয় যাদের বৈশিষ্ট্য পরিবর্তনের জন্য তাদের জিনোমে এমন এক বা একাধিক জিন প্রবেশ করিয়ে দেয়া হয় যা অন্য কোন জীব থেকে নেয়া। অর্থাৎ GMO এবং ট্রান্সজেনিক আর মধ্যকার মূল পার্থক্য হলো GMO এর ক্ষেত্রে জীবের জিনোম মিউটেশন ঘটানো হয়, এবং ট্রান্সজেনিক এর ক্ষেত্রে জিনোমে অন্য কোনো জীবের জিন ঢুকিয়ে দেয়া হয়।