শিতকালে সাধারনত আমাদের বায়ুমন্ডলের তাপমাত্রা কমতে থাকে কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা ৯৫° থেকে ৯৬° ফারেনহাইট হয়ে থাকে অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা সুস্থ্যথাকালিন সময়ে সবসময় সমান থাকে। শীতে পরিবেশের তাপমাত্রা কমার কারনে আমদের শরীরে শীত অনুভূত হয়। যখন আমরা গসল না করি তখন আমদের শরীর আরো উষ্ণতর হয় যার কারনে আমরা আরো বেশি শীত অনুভব করি। গোসল করার কারনে শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকে তাই শীত কম লাগে। খেয়াল করলে দেখবেন গরমে সময় যদি আমাদের জ্বর হয় তখন শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারনে শীত লাগে।