পশ্চিমা দেশ বলতে কোন কোন দেশ বুঝায়? এগুলো কে পশ্চিমা বা ওয়েস্টার্ন কান্ট্রি কেনো বলে? একই ভাবে মিডল ইস্ট বা মধ্য প্রাচ্য কেনো বলে আর কোন কোন দেশ মধ্য প্রাচ্যের দেশ? বাংলাদেশ ই বা কিভাবে প্রাচ্যের দেশ হলো? অর্থাৎ প্রাচ্যের দেশ কোন গুলো এমন কেনো এই নাম?
বাংলাদেশ একটা এত ছোট এবং unpopuler দেশ হয়েও কিভাবে geo politics এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে?