জেনোবট কী? এটা কী ধরনের রোবট? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+3 টি ভোট
309 বার দেখা হয়েছে
"প্রযুক্তি" বিভাগে করেছেন (3,220 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (3,220 পয়েন্ট)

জেনোবট : যে রোবট জীবন্ত!
____________

রোবট তৈরী হয় কি দিয়ে? সাধারণত বিভিন্ন ধাতু-অধাতুর সমন্বয়ে, তাই না? কিন্তু এমন যদি হত যে রোবট তৈরী হচ্ছে জীব কোষ দিয়ে!

হ্যাঁ, এমনই এক ধরনের রোবট আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। নাম তার 'জেনোবট'। পৃথিবীর প্রথম জীবন্ত রোবট। বিশেষ প্রজাতির ব্যাঙের ভ্রূন থেকে স্টেম সেল নিয়ে এই রোবট তৈরি করা হয়েছে এবং সেই ব্যাঙের নাম থেকেই জেনোবট নামটি এসেছে।

শুক্রাণু এবং ডিম্বাণু মিলে একটি জাইগোট গঠিত হয়। পরবর্তীতে জাইগোট অনেক অনেক বার বিভাজিত হয়, তৈরী হয় নানা ধরনের কোষের। একই ধরনের কোষগুলো একত্রিত হয়ে টিস্যু, টিস্যু মিলে নির্দিষ্ট অঙ্গ তৈরী করে। এভাবে এক পর্যায়ে পূর্ণ জীবদেহ গঠিত হয়।
সাধারণ রুবিকস কিউব মেলানোর জন্যই তো সূত্র লাগে, তাই না? তাহলে এত এত কোষ মিলে জীবদেহ গঠিত হয় সেখানে সূত্র লাগে না? অবশ্যই লাগে, এবং সেই সূত্র আমাদের জিনে কোডিং করা থাকে।

বিজ্ঞানীরা সুপার কম্পিউটারের মাধ্যমে এরকম কিছু ডিজাইন তৈরী করেছেন। যার নাম দেওয়া হয়েছে 'Evolutionary Algorithm' (ইভোলুশনারি এলগোরিদম এক ধরনের এ আই। সেটা এখানে কাজে লাগাতে পারে - কিন্তু এটাই ইভোলুশনারি এলগোরিদম একথা বললে ভুল হবে।)

পরবর্তীতে বিশেষ প্রজাতির আফ্রিকান ব্যাঙ Xenopus laevis এর ভ্রূণ থেকে ( ব্লাস্টুলা পর্যায়) স্টেম সেল নিয়ে একটি পরীক্ষা চালানো হয়। যদিও আগে কম্পিউটার সিমুলেশনে পরীক্ষা করা হয়েছিল।

একটি বিশেষ তরলে ( স্যালাইন জাতীয়) নির্দিষ্ট তাপমাত্রা মেইনটেইন করে সেখানে ব্যাঙ থেকে নেওয়া স্টেম সেলগুলা ছেড়ে দেওয়া হয়। স্টেম সেল গুলো নেওয়া হয়েছে ত্বক, হার্ট এবং অন্যান্য অংশ থেকে।
তো, এই বিশেষ তরলে সেলগুলো রাখার পরে প্রায় ৩০০০ সেল বিশিষ্ট পিন্ড গঠিত হয়, ৩ দিনের মাথায় পিন্ডের বহির্ভাগে সিলিয়া ( যা দিয়ে চলাচল করতে পারে) গঠিত হয়। এক পর্যায়ে এরা পূর্ণাঙ্গ জেনোবটে পরিণত হয়। যারা নিজেরা চলাচল করতে পারে, ধাক্কা দিতে পারে।
এই বৈশিষ্ট্য কি নতুন? না, ভ্রূণেও অনেকটা এরকমই ঘটে। তাহলে এর আসল বিশেষত্ব কিসে?

বিশেষত্ব হচ্ছে, এরা বাচ্চা জম্ম দিতে পারে। তবে আমরা বা অন্যান্য জীবরা যেভাবে জম্ম দেয় সেভাবে না। জেনোবট পরের ধনে মাতব্বরি করে।
একটি পূর্ণাঙ্গ জেনোবট স্টেম সেলের দ্রবণে ছেড়ে দিলে সেটি নিজের প্রতিরুপ সৃষ্টি করতে পারে। দ্রবণ থেকে স্টেম সেল নিয়ে, নিজের দেহ থেকে নয়।
জেনোবটের গঠন অনেকটা Pac-man শেইপের। একদিকে ❤️ এর উপরের দিকের মতো বাকানো অংশ থাকে। স্টেম সেল ঠেলতে এবং সংগ্রহ করে রাখতে এই অংশটা কাজে দেয়। এভাবে নির্দিষ্ট সময় পরে আগের জেনোবটগুলো দ্রবণ থেকে সেল নিয়ে নতুন জেনোবট গঠন করে ফেলে! অবশ্য এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে জেনোবটের আকার ছোট হয়ে আসে এবং অন্যান্য ত্রুটি দেখা দেয়। ফলে কয়েক জেনারেশন এর বেশি এই রেপ্লিকেশন বা রিপ্রোডাকশন যাই বলেন সেই ক্ষমতাটা হারিয়ে যায়।
বিজ্ঞানীরা মনে করেন, ডিজাইন যত নিখুঁত হবে, তত জেনারেশন পর্যন্ত এই সক্ষমতা থাকবে।

আরেকটা ব্যাপার হচ্ছে, জেনোবট নিজেকেও সারিয়ে তুলতে পারে। কোনো অংশ ক্ষতিগ্রস্থ হলে দ্রবণ থেকে প্রয়োজনীয় সেল নিয়ে তা ঠিক করে ফেলে।

জেনোবটের দৈহিক গঠনের কাজ করে ভ্রূণের ত্বক থেকে নেওয়া স্টেম সেল এবং চলাচলের জন্য মটর বা ইঞ্জিন হিসেবে কাজ করে। সিলিয়া গঠিত হয় অন্যান্য অংশের কোষ দিয়ে।

তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, এই আবিষ্কারে আমাদের লাভ কী? বৈজ্ঞানিক গবেষণার তো কোন না কোন উদ্দেশ্য থাকে। যদিও এই গবেষণার উদ্দেশ্য ছিল ' জীবনের উৎপত্তি বা এবায়োজেনেসিস' কিন্তু এরকম অভাবনীয় ফলাফলে এর অন্য ব্যবহারেরও সম্ভাবনা দেখা যাচ্ছে।

এগুলো যেহেতু জীবন্ত রোবট এবং আকার অতি ক্ষুদ্র সুতরাং এগুলো আমাদের দেহের বিভিন্ন অংশে পাঠানো সম্ভব। এর ফলে টিউমার বা ক্যান্সারের চিকিৎসা করা যাবে।
আবার, নির্দিষ্ট ডিজাইনের মাধ্যমে তৈরী জেনোবটের মাধ্যমে কোনো তরল থেকে মাইক্রোপ্লাস্টিক বা অন্যান্য ক্ষতিকর পদার্থ দূর করা সম্ভব হবে!
দারুণ না?

জেনোবট কি একসময় মানুষদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে? এরকম প্রশ্নের উত্তরে এই গবেষণার প্রধান একজন গবেষক Kriegman বলেন, “It’s an extremely controllable and stoppable and safe system.”

প্রযুক্তির ছোয়ায় এগিয়ে যাক বিশ্ব, মানুষরা থাকুক নিরাপদ। এই কামনা রেখে আমার সংক্ষিপ্ত বকবকানি এখানেই শেষ করছি!

রেফারেন্স।

https://en.m.wikipedia.org/wiki/Xenobot

https://wyss.harvard.edu/news/team-builds-first-living-robots-that-can-reproduce/

https://www.pnas.org/doi/10.1073/pnas.2112672118

"'Xenobot' Living Robots Can Reproduce | The Scientist Magazine®" https://www.the-scientist.com/news-opinion/xenobot-living-robots-can-reproduce-69477

লেখা: ইমামুল হাসান

0 টি ভোট
করেছেন (1,370 পয়েন্ট)
জেনোবট এক ধরনের রোবট যা জীবিত কোষ ব্যবহার করে তৈরি করা হয়েছে। 2020 সালে ভার্মন্ট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের একটি দল এগুলি প্রথম তৈরি করেছিল৷ ব্যাঙের ভ্রূণ থেকে কোষ নিয়ে তাদের নির্দিষ্ট প্যাটার্নে সাজিয়ে একটি কাঠামো তৈরি করার জন্য জেনোবটগুলি তৈরি করা হয় যা সরানো এবং সাধারণ কাজগুলি সম্পাদন করতে সক্ষম৷

জেনোবট তৈরি করতে ব্যবহৃত কোষগুলি জীবন্ত কোষ, তবে তারা জীবন্ত ব্যাঙের মতো একইভাবে সংগঠিত নয়। পরিবর্তে, কোষগুলিকে এমনভাবে সংগঠিত করা হয় যা তাদের স্থানান্তর করতে এবং নির্দিষ্ট কাজগুলি সম্পাদন করতে দেয়, যেমন বস্তুগুলিকে ঠেলে দেওয়া বা পরিবহন করা। কোষগুলিকে স্ব-নিরাময় এবং পুনরুত্পাদন করার জন্যও প্রোগ্রাম করা হয়, যার মানে জেনোবটগুলি ক্ষতিগ্রস্ত হলে নিজেদের মেরামত করতে পারে।

জেনোবটগুলি প্রচুর আগ্রহ তৈরি করেছে কারণ তারা একটি নতুন ধরণের প্রযুক্তির প্রতিনিধিত্ব করে যা জীবন্ত কোষকে রোবোটিক্সের সাথে একত্রিত করে। পরিবেশগত পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ এবং এমনকি চিকিৎসা পদ্ধতি সহ বিস্তৃত অ্যাপ্লিকেশনের জন্য তাদের ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। যাইহোক, রোবট তৈরি করতে জীবন্ত কোষ ব্যবহার করার নৈতিক প্রভাব সম্পর্কেও উদ্বেগ রয়েছে এবং এই প্রযুক্তির সম্পূর্ণ সম্ভাবনা এবং ঝুঁকি বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

+1 টি ভোট
1 উত্তর 259 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 209 বার দেখা হয়েছে
18 এপ্রিল 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন Ubaeid (28,330 পয়েন্ট)
+2 টি ভোট
3 টি উত্তর 469 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 226 বার দেখা হয়েছে
06 সেপ্টেম্বর 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন shahadat (2,110 পয়েন্ট)
0 টি ভোট
1 উত্তর 2,022 বার দেখা হয়েছে
27 জুন 2021 "প্রযুক্তি" বিভাগে জিজ্ঞাসা করেছেন মেহেদী হাসান (141,850 পয়েন্ট)

10,807 টি প্রশ্ন

18,512 টি উত্তর

4,744 টি মন্তব্য

514,398 জন সদস্য

51 জন অনলাইনে রয়েছে
14 জন সদস্য এবং 37 জন গেস্ট অনলাইনে
  1. আব্দুল্লাহ আল মাসুদ

    1280 পয়েন্ট

  2. Dibbo_Nath

    370 পয়েন্ট

  3. Fatema Tasnim

    340 পয়েন্ট

  4. _Polas

    160 পয়েন্ট

  5. Arnab1804

    140 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর রক্ত #ask আলো মোবাইল ক্ষতি চুল কী #science চিকিৎসা পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি মাথা স্বাস্থ্য প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক পার্থক্য #biology এইচএসসি-আইসিটি বিজ্ঞান খাওয়া গরম শীতকাল #জানতে ডিম চাঁদ কেন বৃষ্টি কারণ কাজ বিদ্যুৎ রাত রং শক্তি উপকারিতা সাপ লাল আগুন মনোবিজ্ঞান গাছ খাবার সাদা আবিষ্কার দুধ উপায় হাত মাছ মশা শব্দ ঠাণ্ডা ব্যাথা মস্তিষ্ক ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন উদ্ভিদ কালো পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা মেয়ে বৈশিষ্ট্য হলুদ বাংলাদেশ বাচ্চা সময় ব্যথা মৃত্যু চার্জ অক্সিজেন ভাইরাস আকাশ গতি কান্না দাঁত বিড়াল আম
...