কোষকঙ্কালে প্রধানত একসেট মোটা দড়ি ও একসেট চিকন দড়ির মতো কিছু প্রোটিন তথা অ্যাকটিন ও মায়োসিন প্রোটিন থাকে। এদের দুই প্রান্ত আবার লম্বা পেশিকোষের দুই প্রান্তের সাথে আরেকসেট ছোট ছোট স্প্রিং সদৃশ প্রোটিন দিয়ে সংযুক্ত থাকে। কোষকঙ্কালের মোটা প্রোটিনের সাপেক্ষে চিকন প্রোটিনগুলো কেন্দ্রর দিকে সরে আসলে পেশি সংকুচিত হয়, আর কেন্দ্র থেকে দূরে সরে গেলে পেশির প্রসারণ হয়।
এভাবেই কোষকঙ্কালে থাকা প্রোটিনের মাধ্যমে কোষকঙ্কাল পেশির সংকোচন এবং প্রসারণে ভূমিকা পালন করে।