হিমাটক্সিলিন ইয়োসিন কীভাবে সুনির্দিষ্টভাবে শুধু নিউক্লিয়াসকে নীলচে এবং সাইটোপ্লাজম কে গোলাপি করে?
হিমাটক্সিলিন ইয়োসিন স্টেইনে দুটি রঞ্জক ব্যবহৃত হয়- হিমাটক্সিলিন ও ইয়োসিন। হিমাটক্সিলিনের রং গাঢ় নীলচে বেগুনি। এটি কিছুটা ধনাত্মক চার্জ যুক্ত। তাই কোষের ঋণাত্মক চার্জযুক্ত সকল উপাদান(যেমন: নিউক্লিক এসিড)- এর প্রতি আকৃষ্ট হয়। কেননা, ধনাত্মক চার্জযুক্ত কোনো কিছু ঋণাত্মক চার্জযুক্ত কোনো কিছুকে আকর্ষণ করে। ফলে নিউক্লিয়াসে থাকা DNA বা RNA- এর প্রতি হিমাটক্সিলিন আকৃষ্ট হয়ে নিউক্লিয়াসকে নীলচে করে।
আবার ইয়োসিন কিছুটন ঋণাত্মক চার্জযুক্ত বলে তা ধণাত্মক সকল উপাদান (যেমন: প্রোটিন)- এর প্রতি আকৃষ্ট হয়। ফলে গাঢ় গোলাপি বা লালচে ইয়েসিন সাইটোপ্লাজমে থাকা প্রোটিনের সাথে বন্ধন তৈরি করে সাইটোপ্লাজমকে গোলাপি বা লালচে করে দেয়। তবে ইয়োসিন শুধু সাইটোপ্লাজমকে গোলাপি করে না, বরং কোষের সকল প্রোটিনকেই গোলাপি করে।