এই বিশেষ ফুলগুলো রাতের বেলা সুগন্ধ ছড়িয়ে থাকে রিপ্রোডাকশন এর জন্য। ফুলের সুগন্ধে আকৃষ্ট হয়ে পোকা, বাদুড় ইত্যাদি ফুলের উপর বসে এবং এক ফুল থেকে অন্য ফুলে পরাগ বহন করে নিয়ে যায় আর এই বিশেষ ধরণের পোকাগুলো শুধুমাত্র রাতে বের হয় বলে রাতে ফুল থেকে সুগন্ধ বের হয়।