স্বতঃপ্রভা (Luminescence): রেডিয়াম বা জিংক সালফাইডে যেটা হয় আর কী! দিনের বেলায় সৌর আলো বা বৈদ্যুতিক বাতির আলো শোষণ করে, রাতের বেলায় বিকিরণ করে‌ স্বতঃস্ফূর্তভাবে–কোনো নির্দিষ্ট বিকিরণকাল নেই। ঘড়ির ডায়ালে আমরা এটাই দেখে থাকি।
এখানে একটা প্রশ্ন থাকে। চাঁদ কি স্বতঃপ্রভ? আরেকটু সংশোধন করে বললে, চাঁদের আলো যে দেখি, তাহলে চাঁদের গঠন উপাদান কি স্বতঃপ্রভ?
না। কারণ চাঁদ অন্য যেকোনো জ্যোতিষ্কের মতোই স্রেফ সূর্যালোক প্রতিফলিত করছে। চাঁদের গঠন উপাদান সূর্যালোকে উত্তেজিত হচ্ছে না। হলেও সেটা এদ্দূর আসার কথা না।