মাধ্যমের ঘনত্বের পরিবর্তনের কারণে আলোর বেগের পরিবর্তন ঘটে ফলে প্রতিসরণ হয়।
প্রতিসরণ হলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় আলোর দিক পরিবর্তনের ঘটনা। মাধ্যমের ঘনত্ব বেড়ে গেলে আলো বেগ কমে যায়। তাই হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলো প্রতিসরিত হয়ে অবিলম্বের দিকে বেকে যায়।