কোন একটি চার্জ বা আধান তার চারপাশে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার প্রভাব বজায় থাকে এটি সমধর্মী আদানকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী আদান কি আকর্ষণ করে। যে অঞ্চল জুড়ে আধানের প্রভাব বজায় থাকে তাকে তড়িৎ ক্ষেত্র বলে ।এখন এই মহাকর্ষের ক্ষেত্রের বাইরে থেকে কোন আধান কে যদি এই ক্ষেত্রের ভিতরে আনা হয় এবং ঠিক যে মুহূর্তে ক্ষেত্রের ভিতরে প্রবেশ করবে তারপর থেকে যতদূর তাকে সরানো হবে সেই সরণের ফলে যে কৃত কাজটা সেটা হচ্ছে মূলত বিভব পার্থক্য।