তড়িৎকোষ বা ব্যাটারি সমান্তরালে থাকার মানে হল সবগুলোর নেগেটিভ প্রান্তকে মিলিয়ে একটি বানানো, এবং সবগুলো পজেটিভ প্রান্তকে মিলিয়ে একটি বানানো।
এর ফলে দেখুন, ভোল্টেজ কিন্তু বাড়বে না, কারণ প্রত্যেকটির ভোল্টেজ (ধরে নিলাম ১২ ভোল্ট, ১০০ অ্যাম্পিয়ার আওয়ার (Ah) ), এর মান যেহেতু একই, এবং এদের পজেটিভ প্রান্ত একত্র, এবং নেগেটিভ প্রান্ত একত্র, তাই এখানে ভোল্টেজ বৃদ্ধি পাবার কোন সম্ভাবনা নেই। তবে এখানে যেটি বেড়ে যাবে তা হল কারেন্ট। একটি ব্যাটারি যদি ১০০ অ্যাম্পিয়ার কারেন্ট এক ঘন্টা সরবরাহ করতে পারে ১২ ভোল্টেজে, এখানে যদি চারটি ব্যাটারি যুক্ত করা হয় যার ভোল্টেজের মান ১২ ই থাকে, তাহলে চারটি ব্যাটারি মিলে ৪০০ অ্যাম্পিয়ার কারেন্ট এক ঘন্টা সরবরাহ করতে পারবে, অথবা যদি ঘুরিয়ে বলি তাহলে বলা যায়, ১০০ অ্যাম্পিয়ার কারেন্ট চার ঘন্টা সরবরাহ করতে পারবে।