স্কলারশিপ হলো বৃত্তি। তবে আমরা বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃক বিনা বেতনে পড়াকেও স্কলারশিপের অন্তর্ভুক্ত করি।
এখন, আসি এতে বিশ্ববিদ্যালয়ের কী লাভ হয়। প্রথমত, যেকোনো বিশ্ববিদ্যালয় যাচাই-বাছাই করে তারপর কোনো শিক্ষার্থীকে স্কলারশিপ দেয়। এক্ষেত্রে তারা যদি এমন মনে করে আপনাকে তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ালে তাদের দীর্ঘমেয়াদী লাভ হবে তবে তারা আপনাকে স্কলারশিপ দেবে।
এখন আসি এই দীর্ঘমেয়াদি লাভের কথায়। আপনি তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক গবেষণা করতে পারেন। যাতে তাদের প্রতিষ্ঠানের সম্মান বাড়বে। আপনি জীবনে কোনো বড় উন্নতি করলে পাশে তাদের নামটাও লেখা থাকবে।
তবে আজকালকার দুনিয়ায় শুধু সম্মান নিয়ে প্রতিষ্ঠানগুলো বসে থাকে না। তারা আপনার গবেষণাকে আর্থিক লাভের মাধ্যম হিসেবে কাজে লাগাতে পারবে। আপনার করা গবেষণার পেটেন্টের মাধ্যমে তারা লাভবান হবে। আবার তাদের প্রতিষ্ঠানের হয়ে আপনি অনেক কাজও করতে পারেন যা তাদের লাভবান করবে। এছাড়াও তাদের বিশ্ববিদ্যালয়ে যারা স্কলারশিপে পড়ে তাদের সুবাদে স্কলারশিপে না পড়া অনেক শিক্ষার্থীও সেখানে পড়বে।