সাধারণত ম্যানহোলের ময়লা থেকে অনেক গ্যাস উৎপন্ন হয়। আবার ম্যানহোলের আশপাশ দিয়ে বিভন্ন সময়েই বাসাবাড়ির গ্যাসের লাইন নেওয়া হয়। ফলে কোনো কারণে ওই গ্যাস লাইন লিক হয়ে গ্যাস ম্যানহোলে এসে পড়ে তখন ম্যানহোলের গ্যাস এবং লাইনের গ্যাস একত্রিত হয়ে প্রচুর চাপ সৃষ্টি হয়। কোনো কারণে ম্যানহোল ক্ষীণ হলে এবং ম্যানহোলের ঢাকনার ছিদ্র বন্ধ থাকলে বা ম্যানহোল থেকে গ্যাস বের হতে না পারলে তা তীব্র চাপে বিস্ফোরিত হয়। আর কোনোভাবে বৈদ্যুতিক স্পার্ক পেলে বা অন্যভাবে আগুনের সূত্রপাত হলে বিস্ফোরণে রীতিমতো মানুষের মৃত্যুও হয়।
এই বিস্ফোরণগুলোর কারণেই মূলত ম্যানহোলের ঢাকনা মাঝে মাঝে ছিটকে খুলে যায়। তাই ম্যানহোলের ঢাকনায় ছিদ্র আছে কিনা এবং ছিদ্রগুলো বন্ধ হয়ে গিয়েছে কি না তা নজর রাখা দরকার। সেই সাথে ম্যানহোলের ভিতরে গ্যাস লিক হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।