ন্যাপথালিন অল্প পরিমাণে খেলে বেশি ক্ষতি হবে না, তবে বেশি খেয়ে ফেললে তা অবশ্যই বিপজ্জনক। ন্যাপথালিন বা অন্য কোনো বিষাক্ত রাসায়নিক খেয়ে ফেললে সর্বপ্রথমে ওই ব্যক্তির দেহ এবং পোশাক থেকে রাসায়নিক সরিয়ে ফেলার বা ধোয়ার ব্যবস্থা করতে হবে। এরপর প্রাথমিকভাবে ব্যক্তিটিকে বমি করাতে হবে। এক্ষেত্র গলার ভিতরে আঙ্গুল প্রবেশ করিয়ে বমি করানো যেতে পারে। যেকোনো উপায়ে বমি করালেই বমির সাথে খাদ্য এবং ওই রাসায়নিক বেরিয়ে যাবে। তবে বমি না আসলে অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যেতে হবে। আর বমি আসলেও বসে থাকা যাবে না। বমির পর মুখ ভালো করে কুলিকুচি করিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।