আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ওভোলিউশন এর সময়টা কখন হতে পারে। সাধারণ মাসিকচক্র ২৮ থেকে ৩০ দিন স্থায়ী হয়। সেক্ষেত্রে ওভোলিউশন পিরিওড ১৪-১৫ তম দিনে শুরু হওয়ার কথা, (ব্যতিক্রম হতে পারে)। প্রশ্নকর্তার মাসিক চক্র ৩২ দিন পর্যন্ত বলেছেন, সেক্ষেত্রে ধরে নিলাম ১৪-১৬ হলো ওভোলেশন এর সময়।
এখন ওনার ঋতুস্রাব শেষ হয়েছে ১৩ তারিখ। এর থেকে ১৪-১৬ দিন যোগ করলে ওনার সন্তান ধারণের সর্বোত্তম সময় হওয়ার কথা ২৭ থেকে ২৯ তারিখ। সেই হিসেবে অনিরাপদ সহবাসের কারণে তার প্রেগনেন্ট হওয়ার ঝুঁকি কম।
তবে, আমাদের মাথায় রাখতে হবে, আমরা হিউম্যান ফিজিওলজি নিয়ে কথা বলছি। তাই কোনো কিছুর সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যায় না।