Abdul Kader Galib-
অভিস্রবণ বলতে দুটো ভিন্ন ঘনত্বের দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দিয়ে পাশাপাশি আলাদা করে রাখলে পর্দা ভেদ করে কম ঘন দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণের দিকে দ্রাবক অণু প্রবেশ করার প্রক্রিয়াকে বোঝায়। দুটো দ্রবণের ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে।
জোঁকের শরীরে প্রচুর পরিমাণে জল থাকে এবং এদের শরীরের আবরণটি অনেক ছিদ্র বা পোর দিয়ে তৈরি। জোঁকের শরীরের নুন দিলে তা ত্বকে উপস্থিত মিউকাস এর সঙ্গে মিশে গিয়ে নুন-দ্রবণ তৈরি করে। এই নুন দ্রবণ বা NaCl দ্রবণ শরীরের ভেতরে অবস্থিত জলীয় দ্রবণের গাঢ়ত্ব থেকে অধিক হয় । অভিস্রবণ প্রক্রিয়া অনুযায়ী শরীরের অভ্যন্তরীণ জল, ত্বক ভেদ করে বাইরে আসে (কম থেকে বেশি ঘনত্বের দিকে যাচ্ছে)। অর্থাৎ দেহের সমস্ত জল বেরিয়ে যায় বা Dehydration হয়। এভাবে জোঁক মারা যায়।