কোন জিনিস শুকানোর ক্ষেত্রে সেটা বাতাসের আদ্রতার উপর নির্ভর করে যে কত দ্রুত শুকাবে। যেমন ভ্যাপসা গরমের দিনে আমাদের কাছে ঘামগুলো খুব অসস্তি লাগে যদিও তাপমাত্রা খুব বেশি থাকে না । এর কারণ হলো বাতাসের আদ্রতা কম থাকা।
শীতকালে গ্রীষ্মকালের তুলনায় বাতাসের আদ্রতা কম থাকে ফলেই বাতাসের জলীয় বাষ্প ধারণক্ষমতা বেশি থাকে এজন্য শীতকালে কাপড় দ্রুত শুকায় গরমকালের তুলনায়। কিন্তু আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয় গরমকালেই কাপড় দ্রুত শুকাবে কিন্তু আসলে ব্যাপারটি মোটেও তেমন নয়।