বেশী বেশী শাক-সবজি ও ভিটামিন ‘এ’যুক্ত খাবার খাওয়া যেতে পারে। মাইনাস-প্লাস সমস্যায় ইউনিফোকাল-বায়োফোকাল পাওয়ারের চশমা নেয়া যেতে পারে ডাক্তার দেখিয়ে। ক্ষতিকর নীল রশ্মি যেন চোখে প্রবেশ করতে না পারে সে জন্যই চশমা-সানগ্লাস, কনট্রাক্ট ল্যান্স এর সুরক্ষা ব্যবস্থা করা হয়ে থাকে। চোখের পাওয়র সমস্যাজনিত রোগীদের অনেকেই বলে থাকেন নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ ও ব্যায়ামকরণ এর মাধ্যমে তাদের সমস্যা দূর হয়ে গেছে। এটার সত্যতা ডাক্তাররাই ভালো বলতে পারবে। তবে চোখের অস্বাভাবিকতা ও ল্যান্সের সমস্যাা দূরকরণে কেউ কেউ লাসিক সার্জারী করিয়ে নেয়।