সম্ভব !
প্রযুক্তি বিশ্বে প্রতি দিনই কিছু না কিছু সংযুক্ত হচ্ছে! হয়ত খুব দেরি নেই যখন আমরা এমন কিছু দেখতে পাব।কয়েকটি বিষয়ে দক্ষতার উপর ধাতব স্যুটের ব্যাপারটা নির্ভর করবে
১. এডভান্স লেভেলের কৃত্রিম বুদ্ধিমত্তা: আয়রন ম্যান মুভিতে দেখেছি জারভিস নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা টনিকে প্রতিনিয়ত সাহায্য করছে।ঐ ধাতব স্যুট দিয়ে উড়তে চাইলে আপনার স্যুটের অবস্থা , তাপমাত্রা, ত্রুটি, ত্রুটির নিরাময়, পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে অবগত থাকতে হবে।এ ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা অতি প্রয়োজন।বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক দূরে এগিয়ে গেছে যদিও একটি স্যুট চালানোর মত নয়!
২.উপযুক্ত ধাতু নির্বাচন: স্যুটটি যেহেতু একজন মানুষকে বহন করবে তাই স্যুটটি এমন ধাতু দিয়ে তৈরি করতে হবে যেটা মানুষের শরীরের জন্য সহনশীল হয়।
৩.ন্যানোটেক: বর্তমান সময়ে হয়ত এই ধাপটিই সবচেয়ে অসম্ভব । মুভিতে এই স্যুট নিয়ে উড়া থেকে শুরু করে অনেক কিছুই করতে দেখেছি ..স্যুটটি যখন একজন মানুষকে বহন করবে তখন যে কোন ধরনের ঝাঁকুনি বা পতন .. একজন মানুষকে পঙ্গু করে দিতে পারে।তাই স্যুটটিতে ন্যানো প্রযুক্তি থাকা লাগবে ,যেটা কিনা স্যুট বহনকারীর গতিবিধির উপর নির্ভর করে স্যুটের কাঠামো পরিবর্তন করতে পারবে
৪. অনুমতি: যেহেতু স্যুটটি একটি অস্ত্রের মত তাই এটি ব্যবহারে সরকার এমনকি আন্তর্জাতিক সংগঠন থেকেও অনুমতি নেওয়া লাগতে পারে!"আজকের অসম্ভব হয়ত কালকের সূচনা" এই কথাটির উপর নির্ভর করেই যুক্তিগুলো দিলাম.. কোন বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে নয়! Lol