Mobin Sikder: দাঁত-জনিত কারণে বিয়ে পর্যন্ত ভেঙ্গে যায়!!!
প্রাপ্তবয়স্ক হলুদ দাঁতের অধিকারীরা, আপনারা নিশ্চিত থাকতে পারেন নিয়মিত দাঁত পরিষ্কার রাখা সত্ত্বেও যদি আপনার দাঁত সাদা না হয় তাহলে আপনার দাঁতে ডেন্টিন বেশি রয়েছে।
দাঁত মূলত দন্তটিস্যু এর তিনটি স্তর দ্বারা গঠিত। এর মধ্যে
এনামেল - কিছুটা অস্বচ্ছ নীলাভ সাদা
ডেন্টিন- কিছুটা হলুদ রঙের, আর
পাল্প - এটা কিছুটা লাল রঙের ( নার্ভ ও রক্তনালিকাগুলো এতে বিদ্যমান)
এর মধ্যে এনামেল ও ডেন্টিন দাঁতের বাহ্যিক রঙ নির্ধারণ করে, যাদের দাঁত কিছুটা হলুদ, তাদের দাঁতে ডেন্টিনের পুরুত্ব বেশি, বিশেষত প্রাপ্তবয়স্কদের দাঁতে ডেন্টিনের পুরুত্ব বেশি থাকে।
কিন্তু, বাচ্চাদের দাঁত আবার বেশিরভাগই ঝকঝকে সাদা, এর কারণ তাঁদের দাঁতে এনামেলের পুরুত্ব বেশি।
তবে যাই হোক না কেন, নিয়মিত দুইবেলা দাঁত ব্রাশ করতে কিন্তু ভুলবেন না আর দাঁতের যত্ন নিবেন।
টুথপেষ্ট কোম্পানির কেউ পোস্টটি দেখে থাকলে ক্ষমা করবেন