হলুদ দাঁতের অধিকারীরা নিশ্চিত থাকতে পারেন নিয়মিত দাঁত পরিস্কার রাখা সত্যেও যদি সাদা না হয় অভিনন্দন আপনার দাঁতে ডেন্টিন বেশি।
দাঁত মূলত Dental Tissue এর তিনটি লেয়ার দ্বারা গঠিত।এর মধ্যে
এনামেল - কিছুটা অস্বচ্ছ নীলাভ সাদা
ডেন্টিন- কিছুটা হলুদ রঙের
পাল্প - এটা কিছুটা লাল রঙের ( নার্ভ ও ভেসেল গুলো)
এর মধ্যে এনামেল ও ডেন্টিন দাঁতের রঙ নির্ধারণ করে, যাদের দাঁত কিছুটা হলুদ এর মানে হচ্ছে দাঁতে ডেন্টিনের পুরুত্ব বেশি, বিশেষত প্রাপ্তবয়স্কদের দাঁতে ডেন্টিনের পুরুত্ব বেশি থাকে।
কিন্তু বাচ্চাদের দাঁত আবার বেশিরভাগই ঝকঝকে সাদা, এর কারণ তাঁদের দাঁতে এনামেলের পুরুত্ব বেশি।
© Science Bee