বিদ্যুৎ হলো পজিটিভ চার্জের প্রবাহ। এটি সব সময় পজিটিভ তথা উচ্চ ভল্টেজ থেকে নেগেটিভ তথা নিম্ন ভোল্টেজের দিকে প্রবাহিত হবে। অন্যদিকে ইলেক্ট্রন প্রবাহ হলো নেগেটিভ চার্জের প্রবাহ, এটি নিম্ন ভোল্টেজ থেকে উচ্চ ভোল্টেজের দিকে প্রবাহিত হবে।
এজন্য বিদ্যুৎ প্রবাহের দিক, ইলেক্ট্রন প্রবাহের দিকের বিপরিত হয়।