বিদ্যুৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কীরূপ? একটি চৌম্বক এর চারপাশে যে ক্ষেত্র জুড়ে এর প্রভাব পরিলক্ষিত হয় তাই চৌম্বক ক্ষেত্র। বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহী/তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এ ক্ষেত্রে কোন চৌম্বক থাকলে ঔ চৌম্বক এর চৌম্বকক্ষেত্র পরিবাহী কর্তৃক সৃষ্ট চৌম্বকক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়।