Nishat Tasnim
যখন ভূমিকম্প হয় তখন আমরা অনেক আতঙ্কিত এবং মানসিক চাপে থাকি। ভূমিকম্পের পর মাথা ঘুরানোর কারণ হতে পারে মানসিক চাপের জন্য ভারসাম্যহীনতা। তাছাড়া যখন ভূমিকম্প হয় তখন সবকিছু কিছুটা দুলতে থাকে, যার জন্য আমাদের সেমিসার্কুলার ক্যানেলের ফ্লুইডও এদিক সেদিক হয় এবং এটি ভূমিকম্প শেষ হওয়া পরও থেকে যায়। তাই আমাদের মাথা ঘুরায়, অনেকটা মোশন সিকনেস এর মতো।