ভর একই থাকে। কিন্তু ওজনে তারতম্য হয়। কারন তখন দেহের মাংসপেশি গুলো শক্ত হয়ে যায় ফলে তখন দেহের ব্যালান্স রাখতে তারা সাহায্য করতে পারে না। তাই দেহের ভরকেন্দ্র পরিবর্তিত হতে এক জায়গায় কেন্দ্রিভুত হয়। আরেকটা বড় কারন হচ্ছে পানি। মানবদেহের প্রায় ৬০% পানি, যেহেতু মৃত্যুর পর দেহের পরিপাক ক্রিয়া বন্ধ হয়ে যায় তাই দেহে কোনো তাপ উৎপন্ন হয় না, ফলে দেহের তাপমাত্রা কমে যায়। আর পানি কম তাপমাত্রায় বেশি ওজনের অনুভূত হয়, এই বিশাল পরিমাণে পানিও তখন কম তাপমাত্রায় বেশি ভারী মনে হয়। ব্যাপার টা পরীক্ষা করার জন্যে ২ টা সমান আয়তনের বোতলের একটায় পানি অন্যটায় বরফ নিয়ে দেখতে পারেন, বরফের টা একটু ভারী মনে হবে। তাছাড়া হৃৎপিণ্ড তার রক্ত পাম্প করা থামিয়ে দেয় ফলে সব রক্ত দেহের নিচের দিকে জমা হয়, এর কারনেও ভরকেন্দ্র পরিবর্তন হয়। এসব কারণে মৃতদেহ বেশি ভারী মনে হয়।