কোনোভাবে কি মানুষের বৈশিষ্ট্য সমুহ কে পরিবর্তন করা সম্ভব? - ScienceBee প্রশ্নোত্তর

বিজ্ঞান ও প্রযুক্তির প্রশ্নোত্তর দুনিয়ায় আপনাকে স্বাগতম! প্রশ্ন-উত্তর দিয়ে জিতে নিন পুরস্কার, বিস্তারিত এখানে দেখুন।

+2 টি ভোট
579 বার দেখা হয়েছে
"জীববিজ্ঞান" বিভাগে করেছেন (2,620 পয়েন্ট)

2 উত্তর

0 টি ভোট
করেছেন (9,000 পয়েন্ট)
আমাদের স্বভাব, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি আমাদের জ্বিন দিয়ে সম্পূর্নভাবে নিয়ন্ত্রিত হয় না-কি এর পেছনে সামাজিক এবং পারিপাশ্বিক অবস্থার একটা প্রভাব রয়েছে? সাধারনভাবে ধারনা করা হয়ে থাকে যে জ্বিন এবং পরিবেশ দু‘টোই আমাদের স্বভাব-চরিত্রের ওপর প্রভাব রাখে।

 

গত সপ্তাহে মার্কিন বিজ্ঞানীদের একটি গবেষনার ফলাফল বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়েছে। এতে বলা হচ্ছে মানুষের স্বভাব এবং চারিত্রিক বৈশিষ্ট্যের পেছনে তৃতীয় আরেকটি ব্যাপার কাজ করে। জ্বাংক ডিএনএ বলে পরিচিত যেসব ডিএনএ কোনো কাজে লাগে না বলে ধারনা করা হ‘তো, সেই ডিএনএ মানুষের জ্বিনের অনুক্রম বা হিউম্যান জ্বেনোমের মধ্যে প্রবেশ কোরে সেখানে পরিবর্তন ঘটাতে পারে, যার প্রভাব মানুষের স্বভাব এবং চরিত্রের ওপর পড়তে পারে বলে গবেষকরা ধারনা করছেন।

 

এই গবেষনায় মূল ভূমিকা রেখেছেন ক্যালিফোর্নিয়ার সল্ক ইনস্টিটিউটের গবেষক প্রফেসর ফ্রেড গেইজ্ব। বিবিসির বিজ্ঞান বিভাগকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি জানান এই ডিএনএ কিভাবে কাজ করে৻ প্রফেসর গেইজ বলেন আমরা আমাদের পরীক্ষায় দেখতে পেয়েছি যে মানুষের ব্যাক্তিত্ব গঠনে জ্বিন এবং পরিবেশ ছাড়াও তৃতীয় একটি এলিমেন্ট প্রভাব রাখে। এই এলিমেন্টগুলো জ্বিনোমের মধ্যে থাকে, যেখানে ডিএনএ রয়েছে। এগুলো সচল, তারমানে এগুলো আলাদা আলাদা কোষের মধ্যে ঘোরাফেরা করতে পারে।

 

প্রফেসর গেইজ্ব এবং তার সহকর্মীদের গবেষনায় দেখা যায় যে জ্বেনেটিক পদার্থ শুরু থেকেই এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকে। আর তার ফলে নার্ভাস টিস্যু বা মস্তিষ্কের ওপর প্রভাব পড়ে। প্রফেসর ফ্রেড গেইজ্ব ব্যাখ্যা করে বলছেন যে এই জ্বিনগত পদার্থ যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে থাকে তা-ই না, এগুলো স্থায়ীভাবে জ্বিনোমের মধ্যে ঢুকে পড়তে পারে। আমাদের পরীক্ষায় যে ফলাফল পাওয়া গেছে, তা থেকে দেখা যায় যে এগুলো আলাদা আলাদা কোষের কাজের ওপর প্রভাব ফেলতে পারে, যার জ্বিনের মধ্যে এই ডিএনএ প্রবেশ করেছে। তবে আমরা এটাও দেখতে পেয়েছি যে এগুলো কোনো সুনির্দিষ্ট জ্বিনকে টার্গেট করে না। এখানে বাছাইয়ের কোনো ব্যাপার নেই - পুরোটাই কাকতালীয় ভাবে হয়।

 

আর এই কাকতালীয় ব্যাপারের ফলেই কি তা‘হলে একজনের মস্তিষ্কের সঙ্গে অন্য আরেকজনের মস্তিষ্কের এত পার্থক্য দেখতে পাওয়া যায়?

 

প্রফেসর ফ্রেড গেইজ্ব বলছেন যে আমাদের পরীক্ষায় যে ফলাফল আমরা পেয়েছি, তা থেকে মানুষের প্রকৃতি এবং বিভিন্ন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষনের জন্য যথেষ্ট নয়। তবে আমাদের ফলাফল থেকে আমরা এই আভাস দিতে পারি যে আমাদের জন্মের সময় আমাদের নিওরনে একটা পরিবর্তন ঘটার ব্যবস্থা রয়ে গেছে। তবে একেকজনের ক্ষেত্রে সেই পরিবর্তন একেকরকম হবে। এবং এথেকেই বিভিন্ন মানুষের স্বভাবে পার্থক্য দেখা যেতে পারে।

 

এবং যে-সব ডিএনএ এই পরিবর্তন ঘটানোর জন্য দায়ী, এগুলোকে এতদিন অপ্রয়োজনীয় বলে ধরা হতো, এগুলোকে জ্বাংক ডিএনএ বলা হতো। অনেকে সেগুলোকে নীরব ডিএনএ বলেও অভিহিত করতেন। কিন্তু এগুলোর ভূমিকা এখন আর খাটো করে দেখা যাচ্ছে না৻

 

অনেক বিজ্ঞানীর মধ্যে বেশ কিছুদিন ধরে কিন্তু একটা ধারনা চালু রয়েছে যে এই তথাকথিত নীরব ডিএনএ আসলে নীরব নয়। মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণী হয়তো নিজেদের স্বার্থে এগুলোকে কাজে লাগাচ্ছে। অথবা তারা জ্বাংক ডিএনএ-র কাজের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে।

 

প্রফেসর ফ্রেড গেইজ্ব জানালেন জ্বেনোমের মধ্যে এই ডিএনএর প্রবেশের ফলে মানুষের স্বভাবে কোনো পরিবর্তন হয় কি-না, তা নিশ্চিত কোরে প্রমাণ করার জন্য তাদের আরো অনেক গবেষনা করতে হবে। তিনি বলেন এখন তারা বিশদভাবে দেখার চেষ্টা করবেন মস্তিষ্কের বিভিন্ন অংশ কিভাবে পরস্পরের সাথে যোগাযোগ করে। তারা আরও দেখার চেষ্টা করবেন অন্য যে দু‘টি কারনে মানুষের স্বভাবে পরিবর্তন হয় বলে ধারনা করা হয়ে থাকে, সেই পরিবেশ এবং জ্বিনের কোনো প্রভাব, ডিএনএ-র যে সচলতা তারা লক্ষ্য করেছেন, তার ওপর রয়েছে কি-না।

সূত্র-- বিবিসি বাংলা
0 টি ভোট
করেছেন (9,610 পয়েন্ট)
জিনগত পরিবর্তন ছাড়া সম্ভব নয়। কারণ, জিনেই জীবের বৈশিষ্ট বিদ্যমান থাকে।

তবে তেজষ্ক্রিয় পদার্থের সাহায্যে হয়তো সম্ভব হতে পারে। কিন্তু হঠাৎ পরিবর্তন হওয়ায় মানুষ খাপ খাওয়াতে পারবে না। আর পরিবর্তনটাও আপনার নিয়ন্ত্রণে থাকবে না।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 টি ভোট
1 উত্তর 139 বার দেখা হয়েছে
+3 টি ভোট
3 টি উত্তর 831 বার দেখা হয়েছে
+3 টি ভোট
2 টি উত্তর 1,082 বার দেখা হয়েছে
+1 টি ভোট
1 উত্তর 478 বার দেখা হয়েছে

10,857 টি প্রশ্ন

18,557 টি উত্তর

4,746 টি মন্তব্য

857,943 জন সদস্য

127 জন অনলাইনে রয়েছে
0 জন সদস্য এবং 127 জন গেস্ট অনলাইনে
  1. Tanvir Zaman

    220 পয়েন্ট

  2. science_bee_group

    120 পয়েন্ট

  3. Muhammad Al-Amin

    110 পয়েন্ট

  4. game6623online

    100 পয়েন্ট

  5. u888kyccom

    100 পয়েন্ট

বাংলাদেশের সবচেয়ে বড় উন্মুক্ত বিজ্ঞান প্রশ্নোত্তর সাইট সায়েন্স বী QnA তে আপনাকে স্বাগতম। এখানে যে কেউ প্রশ্ন, উত্তর দিতে পারে। উত্তর গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একাধিক সোর্স যাচাই করে নিবেন। অনেকগুলো, প্রায় ২০০+ এর উপর অনুত্তরিত প্রশ্ন থাকায় নতুন প্রশ্ন না করার এবং অনুত্তরিত প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রতিটি উত্তরের জন্য ৪০ পয়েন্ট, যে সবচেয়ে বেশি উত্তর দিবে সে ২০০ পয়েন্ট বোনাস পাবে।


Science-bee-qna

সর্বাপেক্ষা জনপ্রিয় ট্যাগসমূহ

মানুষ পানি ঘুম পদার্থ - জীববিজ্ঞান চোখ পৃথিবী এইচএসসি-উদ্ভিদবিজ্ঞান এইচএসসি-প্রাণীবিজ্ঞান রোগ রাসায়নিক শরীর #ask রক্ত আলো মোবাইল #science ক্ষতি চুল চিকিৎসা কী পদার্থবিজ্ঞান সূর্য প্রযুক্তি স্বাস্থ্য মাথা প্রাণী গণিত মহাকাশ বৈজ্ঞানিক #biology পার্থক্য এইচএসসি-আইসিটি বিজ্ঞান গরম খাওয়া #জানতে শীতকাল ডিম বৃষ্টি চাঁদ কেন কারণ কাজ বিদ্যুৎ রং রাত শক্তি উপকারিতা সাপ লাল মনোবিজ্ঞান আগুন গাছ খাবার সাদা মস্তিষ্ক আবিষ্কার শব্দ দুধ উপায় হাত মাছ মশা ঠাণ্ডা ব্যাথা ভয় বাতাস স্বপ্ন তাপমাত্রা গ্রহ রসায়ন কালো উদ্ভিদ পা মন কি বিস্তারিত রঙ পাখি গ্যাস সমস্যা বাচ্চা মেয়ে বৈশিষ্ট্য মৃত্যু হলুদ বাংলাদেশ সময় ব্যথা চার্জ অক্সিজেন দাঁত ভাইরাস আকাশ গতি কান্না বিড়াল আম
...