মাইটোসিস কোষ বিভাজন দুইটি ধাপে হয়।ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস।ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন পর্যায় আর সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন পর্যায়।কোষ বিভাজনের সময় সাইটোকাইনেসিস না হলে অর্থাৎ ক্যারিওকাইনেসিস চলতে থাকলে একই কোষে বহু নিউক্লিয়াস সৃষ্টি হয়।যাকে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলে।এই মুক্ত নিউক্লিয়ার বিভাজনই ডাবের পানি সৃষ্টির কারন।