পানি বাষ্পীভূত হয়ে মেঘের সৃষ্টি করে।
বজ্রপাতের কারণ হলো বাষ্প কণা গুলো বাতাসে ঘুরে বেড়ানো সময় বায়ু কণার সাথে সংঘর্ষে লিপ্ত হয় । যার ফল সরূপ বাষ্প কণা সমষ্টি ( মেঘ) চার্জিত হয়। আকাশে দুটি বিপরীত আধান এ চার্জিত মেঘ পরস্পরের সংস্পর্শে এলে বজ্রপাত বা তড়িৎ ক্ষরণ হয়। বজ্রপাতের সময় বাতাসের মধ্যে গ্যাপ বা বায়ু শুন্য অবস্থার সৃষ্টি হয় । সেই শূন্য স্থান পুনের জন্য আসে পাশের বায়ু প্রবল বেগে সেই স্থান এ ছুটে আসে ফলে প্রচণ্ড শব্দের সৃষ্টি হয় যাকে বজ্রনাদ বলে।