রাশিক আজমাইন : ইউরেনাস ও নেপচুন সূর্য থেকে অনেক দূরে ৷ তাই তারা সূর্যালোক খুব কম পায় ৷ সেই সাথে তারা খুব সূর্যালোক প্রতিফলিত করে ৷ খুব আলো আসায় তাদের উজ্জ্বলতা কম সে জন্য দেখা যায় না ৷ নেপচুন খালি চোখে একদমই দেখা যায় না ৷ কিন্তু সর্বোচ্চ উজ্জ্বলতায় থাকলে সম্পূর্ণ আলোক দূষণহীন জায়গা থেকে ইউরেনাসকে খালি চোখে দেখা যেতে পারে ৷ দেখতে সবুজাভ অনুজ্জ্বল ছোট্ট বিন্দুর মতো ৷ এটা পৃথিবী থেকে তোলা ইউরেনাসের ছবি ঃ