এক কথায় উত্তর, "না"!
স্বপ্নে অনেকেই কখনো না কখনো কোনো মানুষকে দেখছেন, এটি সাধারণ একটি অভিজ্ঞতা মাত্র। একটি সমীক্ষায় দেখা গেছে ৬০% মানুষ তাদের পরিচিত কাউকে স্বপ্ন দেখেন এবং ৯৫% মানুষ তাদের সঙ্গীকে নিয়ে মাসে অন্তত একবার স্বপ্ন দেখেন। স্বপ্ন মানুষের অবচেতন মনের অভিজ্ঞতা ও চিন্তাভাবনার প্রতিফলন, তাই স্বপ্নের সাথে অন্য মানুষের বাস্তব জীবনের মিল থাকবেনা স্বাভাবিক। যেহেতু স্বপ্ন আমাদের নিজস্ব অবচেতন চিন্তাভাবনা ও অভিজ্ঞতার প্রতিফলন, এর মানে আমরা যখন কাউকে নিয়ে স্বপ্ন দেখি তখন তারা আমাদের সম্পর্কে চিন্তা করে বা মিস করে ব্যাপারটা এমন না। বরং আমরা অবচেতনভাবে তাদের সম্পর্কে চিন্তা করি তাই স্বপ্নেও দেখি। আপনি পছন্দের মানুষ বা যেকোনো মানুষকে নিয়ে গভীর চিন্তা করলে তাকে স্বপ্নে দেখতে পারেন যা খুবই স্বাভাবিক।
- নিশাত তাসনিম