এটা এক ধরনের রোগ, যাকে Paraphimosis বলে।
পুরুষ লিঙ্গের অগ্রভাগকে ঢেকে রাখে অগ্রচর্ম বা Prepuce। এই অগ্রচর্মের সম্মুখভাগে একটি ছিদ্র থাকে যার মাধ্যমে প্রস্রাব বের হয়। এই ছিদ্র অত্যধিক সরু হলে তাকে Phimosis বলে এবং খতনার মাধ্যমে চিকিৎসা করা হয়। শিশুদের খতনাবিহীন অবস্থায় লিঙ্গের অগ্রচর্ম সাধারণত পুরোটা পিছনদিকে টেনে লিঙ্গের অগ্রভাগকে উন্মুক্ত করা যায় না। কিন্তু কোন কারণে যদি এই চামড়া উল্টে পিছনে গিয়ে আটকে যায় এবং লিঙ্গের সম্মুখভাগ উন্মুখ হয় যখন দেখতে খতনা হয়েছে বলে মনে হয়। কোন কোন ক্ষেত্রে এই অবস্থা থেকে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে। কিন্তু যদি চামড়াটি পিছনে গিয়ে এতটাই রাবার ব্যান্ডের মত টাইট হয়ে আটকে যায় যে এটি আর স্বাভাবিক অবস্থায় আসতে পারে না। তখন পেনিসের সম্মুখভাগে রক্ত ও লসিকা চলাচলে বিঘ্ন ঘটে এবং ফুলে যায়। সংক্রমন হতে পারে এবং ঘা হয়ে যায়। গ্যাংগ্রিন কিংবা স্থায়ীভাবে লিংগবিকৃতি হতে পারে।