Nishat Tasnim -
টিকটিকির বিষ্ঠায় সাধারণত দুটি রঙ দেখা যায়। সাদা ও কালো। টিকটিকি একই সাথে মল ও মূত্র ত্যাগ করে তবে তাদের মূত্র মানুষের মতো তরল থাকেনা। বিষ্ঠার সাদা অংশটি হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য অর্থাৎ ইউরিক এসিড ক্রিস্টাল। বেশিরভাগ সরীসৃপ, এমনকি সাপও কডনির অপর্যাপ্ত ক্রিয়ার ফলে ইউরিক এসিড পৃথক করতে পারেনা। তাছাড়া মানুষের তুলনায় সরীসৃপরা পানিও কম পরিমাণে পান করে।