পিত্তথলির পাথর যেকোনো সাইজের ছোট-বড়-মাঝারি গোলাকার, সাদা কালো কাটা সবুজ বর্ণ ইত্যাদি হতে পারে। বালু কণার মতো অথবা পায়রার ডিমের আকারেরও হতে পারে।
যদি পিত্ত পাথর ছোট হয় বা বালু কণার মত হয় তখন তা অনেক সময় নিজে থেকেই বেরিয়ে যায় এবং কখন সেটা বেরিয়ে যায় তা ঠিক বোঝা যায় না।
তবে, যদি না বেরিয়ে যায় তাহলে অপারেশন ছাড়া এই রোগের কোনো বিকল্প নেই। এক্ষেত্রে গলব্লাডারের সার্জারিটায় ল্যাপারোস্কপি পথিকৃত। ল্যাপারোস্কপির অপারশনের মাধ্যমে রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায়।