এক্ষেত্রে প্রথমে দ্রব আর দ্রাবকের সংজ্ঞা বুঝতে হবে। সাধারণ অর্থে যা দ্রবীভূত হয় তাই দ্রব আর যা দ্রবীভূত করে তা হচ্ছে দ্রাবক। এখানে, চিনি,লবন,পানি,গুড়,লেবু,ট্যাং দিয়ে দ্রবণ তৈরি করা হলে অবশ্যই পানি দ্রাবক বাকি সবগুলোই দ্রব । কেননা, চিনি, লবন, গুড়, লেবু, ট্যাং সবই পানিতে দ্রবীভূত হবে।