শুয়ে শুয়ে পড়লে পড়া মনে থাকে না ব্যাপারটা এরকম না। তবে শুয়ে শুয়ে না পড়াটাই ভালো।এতে আপনার পড়ার প্রতি মনোযোগ নাও থাকতে পারে।
আপনি যখন শুয়ে শুয়ে পড়বেন তখন আপনার শরীরের প্রায় প্রত্যেকটি অঙ্গ বিশ্রামরত অবস্থায় থাকে।
পড়ার সময় আপনাকে আপনার চোখ, মুখ,মস্তিষ্ক এগুলা বিশ্রামরত অবস্থায় থাকে না। চোখ দিয়ে আপনি পড়া দেখেন, মুখ দিয়ে পড়েন, মস্তিষ্ক দিয়ে স্মৃতিতে ধারন করেন ইত্যাদি কাজ তখন চলতে থাকে।
শরীরের প্রায় সকল অঙ্গই যখন বিশ্রামরত অবস্থায় থাকে তখন চোখ আর মস্তিষ্ক কোনো কাজ করতে চাইবে না। তখন আপনার চোখ, মস্তিষ্কও বিশ্রাম নিতে চাইবে। তখন পড়ার প্রতি আপনার মনোযোগ নাও থাকতে পারে।ঘুম চলে আসতে পারে।
তাই শুয়ে শুয়ে না পড়াটাই ভালো।