তেল দিয়ে ম্যাসাজ করার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় । ফলে আক্রান্ত জায়গায় অনেকটা স্বস্তি অনুভূত হয় অর্থাৎ ব্যাথা কম অনুভব হয় । বানিজ্যকভাবে যেসব ব্যাথা নাশক তেল তৈরি করা হয় তাতে নির্দিষ্ট কিছু উপাদান ব্যবহার করা হয় যেমন মেনথল , মিথাইল স্যালিসাইলেট । এই উপাদান গুলো আক্রান্ত স্থানে শীতলকর অনুভূতি জোগায় । এর ফলেও ব্যথার অনুভূতি কম হয় ।
ব্যাথা নাশক তেল হিসেবে পিপারমিন্ট ও ইউক্যালিপ্টাস তেলের মিশ্রণ বেশ কার্যকরী।
সোর্স: health.clevelandclinic.org. & bangla.asianetnews.com