আগ্নেয় শিলা হচ্ছে এক ধরণের কঠিন শিলা। আগ্নেয় ও রূপান্তরিত শিলাগুলো অনুসারে পৃথিবীর ভূূত্বকের ১৬ কিলোমিটারের আয়তনের ৯০-৯৫% অংশ তৈরি করে।[১]
আগ্নেয় শিলা (সংস্কৃত অগ্নি থেকে উদ্ভূত, যার অর্থ আগুন) বা ম্যাগমাটিক শিলা প্রধান তিন ধরণের শিলার মধ্যে একটি। বাকি দুই ধরণের শিলা হচ্ছে পাললিক ও রূপান্তরিত শিলা। ম্যাগমা বা লাভা শীতল হয়ে কঠিনে পরিণত হওয়ার মাধ্যমে আগ্নেয় শিলা গঠিত হয়।
ম্যাগমা গ্রহের আচ্ছাদন বা ভূত্বক উভয় স্থানেই বিদ্যমান শিলার আংশিক গলিত অংশ থেকে পাওয়া যায়। সাধারণত, এই গলে যাওয়া তিনটি প্রক্রিয়ার এক বা একাধিক প্রক্রিয়ার ফলে ঘটে: তাপমাত্রা বৃদ্ধি, চাপ হ্রাস, বা গঠনে পরিবর্তন।
আগ্নেয় শিলা বিস্তৃত ভূতাত্ত্বিক গঠনে দেখা যায়।যেমন: ঢাল, প্ল্যাটফর্ম, ভূ-ত্বকীয় বলয়, বেসিন, বৃহৎ আগ্নেয় প্রদেশ, প্রসারিত ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক ইত্যাদি।