প্রতিপ্রভা (Fluorescence) সৃষ্টি হয়, যখন আপনি কোনো পদার্থে রশ্মি ফেলেন, সে পদার্থ সেই রশ্মি শোষণ করে উত্তেজিত হয় এবং এক সেকেন্ডের দশ লাখ ভাগের এক ভাগ পর্যন্ত দৃশ্যমান রশ্মি আকারে সেই উত্তেজনা (পড়ুন শক্তি) বিকিরণ করে। প্রতিপ্রভা দেখা যাচ্ছে খুবই খুবই ক্ষণস্থায়ী। সোডিয়াম, পারদ বা আয়োডিনের বাষ্প, পেট্রোলিয়াম, কাঁচ প্রতিপ্রভ পদার্থ।