সাগর তীরে বেড়াতে গিয়ে অনেকেই কিনে বা কুড়িয়ে আনেন বড় একটি শঙ্খ। শঙ্খে কান পেতে শুনলে যে কোনো সময়েই এক ধরনের শো শো শব্দ শোনা যায়। অনেকেই বলেন, শঙ্খের ভেতরে শোনা যায় সাগরের গর্জন! কিন্তু আসলে কী তা সত্যি?
অবশ্যই শঙ্খের ভেতরে সাগরের শব্দ শোনা যায় না। যা শোনা যায়, তা হলো আমাদের আশেপাশের পরিবেশের প্রতিধ্বনি। সংবাদমাধ্যম হাফিংটন পোস্টকে এ তথ্য জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার পরিবেশ বিষয়ক অধ্যাপক জিরাট জে. ভারমেজি। তিনি জানান, এমনকি কিছু বাটি এবং বোতলে কান পাতলেও এমন শব্দ শোনা যেতে পারে।
জিরাট জে. ভারমেজি বলেন, ‘আমাদের আশেপাশের শব্দ যখন শঙ্খের ভেতরে শক্ত পৃষ্ঠে কয়েকবার করে প্রতিধ্বনি ঘটায়, তখনই সমুদ্রের গর্জনের মতো শব্দ শোনা যায়।’
এ ঘটনার আরও একটি ব্যাখ্যা হলো–কানের সঙ্গে শঙ্খ লাগিয়ে রাখলে নিজেদের রক্তপ্রবাহের শব্দ শুনতে পাওয়া যায়। তবে এ ব্যাখ্যায় সন্দেহ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
ভারমেজি মন্তব্য করেন, সাউন্ডপ্রুফ ঘরে বা রেডিও স্টুডিওতে কানে শঙ্খ ধরে রাখলে কিছু শোনা যাবে না, কারণ সেখানে প্রতিধ্বনি হওয়ার মতো কোনো শব্দ নেই। তিনি আরও জানান, শঙ্খের আকার, আকৃতি ও পুরুত্বের সঙ্গে সঙ্গে পাল্টায় শঙ্খের শব্দ।
সুত্রঃ প্রিয়