Abu Reza-
প্রথমত, প্রশ্নে সামান্য ভুল আছে। কেন ভুল বললাম!
কারণ হলো, প্রতীক আর সংকেত আলাদা জিনিস।
আমরা পর্যায় সরণিতে যে মৌল গুলো দেখি, এদের সব গুলোই প্রতীক। যেমন হাইড্রোজেন এর প্রতীক H, সালফারের S, অক্সিজেন এর O (এরা সবাই পরমাণু)।
কিন্তু যখন এক বা একাধিক পরমাণু মিলে অনু গঠন করে, তখন তাদেরকে সংকেত দ্বারা প্রকাশ করা হয়, যেমন হাইড্রোজেন এর সংকেত H2 (প্রতীক H), অক্সিজেন ও ওজনের সংকেত যথাক্রমে O2 এবং O3। এখানে অক্সিজেনের প্রতীক কিন্তু O।
এখন আসি আপনার প্রশ্নে। আপনার প্রশ্নটি হওয়া উচিত ছিল, সালফারের সংকেত (প্রতীক নয়) কেন S8 লেখা হয়?
উত্তর হলো, সালফারের প্রতীক S, এরকম ৮ টা সালফার একে অপরের সাথে যুক্ত হয়ে সালফারের অনু গঠন করে, এজন্য S8 লেখা হয়, এটা দেখতে অনেক টা মুকুটের মত লাগে। একই ভাবে P4 লেখা হয়। যেমনটা O3, N2, Cl2 লেখা হয়ে থাকে। এরা সবাই অনু।