হাসপাতালে, অ্যাম্বুলেন্স ডিসপেনসারি তে অনেক সময় লাল রং এর ক্রস চিহ্নটি দেখা যায়। তবে এটি প্রাথমিক ভাবে চিকিৎসক দের বোঝানোর জন্য তৈরি হয়নি। এটি প্রাথমিক চিকিৎসা ( ফার্স্ট এইড) ও বোঝায় না। আসলে এটি ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি এর প্রতীক।
রেড ক্রস সোসাইটি হলো একটি মানবপ্রেমী সংস্থা যার প্রধান কিছু কাজ হলো, যুদ্ধে আহত সৈন্য দের সেবা শুশ্রূষা করা এবং শরণার্থী, বন্দীদের চিকিৎসা পরিষেবা দেওয়া। এই ক্রসটি বোঝায় যে, এর ব্যবহারকারী কোনো দ্বন্দ্বের সাথে যুক্ত নয়, বরং যুদ্ধের সময় বা সংকটকালীন পরিস্থিতি তে সাহায্যের জন্য তিনি উপস্থিত হয়েছেন। তাই যে সকল চিকিৎসা কর্মী রেড ক্রস এর সাথে যুক্ত তারা এই প্রতীক টি ব্যবহার করতে পারে। সেখান থেকেই বর্তমানে বিভিন্ন হসপিটালে, ডাক্তার এর গাড়িতে এটি র ব্যবহার চলে আসছে অনেক সময়ে যাতে তাদের সহজে চেনা যায়। তবে এই প্রতীক টি ইচ্ছামত ব্যবহার ঠিক নয়।
- Arijit Golui