কারণ যখন আমরা অন্ধকার থেকে হটাৎ তীব্র আলোতে আসি তখন কর্নিয়ার কেন্দ্রস্থলে মাংসপেশিযুক্ত থাকে যেই গোলাকার ছিদ্রপথ দিয়ে আলো প্রবেশ করে সেটা ছোট হয়ে যায় । কিন্তু ছোট হওয়ার ব্যাপারটা যত দ্রুত ঘটে তার থেকে আলো প্রবেশ করে আরো দ্রুত । তখন সবগুলো রডপসিন রেটিনাল ও অপসিনে বিভক্ত হতে যতটা সময় লাগে তার আগে প্রবেশকৃত আলো রড ও কোণে হটাৎ করে পড়ে যেটা মস্তিষ্কে ব্যাথার অনুভুতি পাঠায় আর আমরা অনুভব করি । একারণেই আসলে অন্ধকার থেকে হঠাৎ আলোতে গেলে চোখ ব্যথা করে।