দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যদি ১ হয় তবে তাদের সহমৌলিক সংখ্যা বলে। যেমন, ৩,৫ দুটি সংখ্যার ১ ব্যতিত অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। এরকম ৭,৯; ১১,১৩; ১৫,১৭; এরাও পরস্পরের সহমৌলিক সংখ্যা।
৭,৯ দুটি সংখ্যার মাঝে দেখা যায় ৭ মৌলিক, কিন্ত ৯ যৌগিক সংখ্যা। তাই সহমৌলিক হতে হলে মৌলিক সংখ্যা হতে হবে এমন ধারণা ভুল।
দুটি যৌগিক সংখ্যাও সহমৌলিক সংখ্যা হতে পারে। কিন্তু সহযৌগিক সংখ্যা বলে কিছু নেই।
মূল বা মৌল থেকে যৌগের সৃষ্টি হয়। এজন্য সম্ভবত সহমৌলিক সংখ্যা থাকলেও সহযৌগিক সংখ্যা বলে কোনো কিছু নেই।