সূর্যের ছটামণ্ডল বা করােনা অঞ্চলে ছােটো ছােটো বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা (ফোটোন কণা), গ্যাস, রশ্মি বাইরের দিকে ছড়িয়ে পড়ে, যাকে ‘সৌরঝড়’ বলে। এই সৌরঝড়ের তীব্রতা প্রতি 11 বছর অন্তর বেশি হয়। বিজ্ঞানীরা মনে করেন, সৌরঝড়ের প্রভাবে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ, যােগাযােগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।