চলুন জানার চেষ্টা করি, omnivert মূলত কী?
Ambivert এর সাথে তার পার্থক্য টা কোন জায়গায়!
Onmivert হচ্ছে এমন ধরনের ব্যক্তি যারা একই সাথে ইন্ট্রোভার্ট আবার এক্সট্রোভার্ট।
তারা কয়েকটা স্পেসিফিক সিচুয়েশনে ইন্ট্রুভার্ট অথবা এক্সট্রোভার্ট হতে পারে।
তো প্রশ্ন আসতে পারে, Ambivertরা ওতো ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট উভয় বৈশিষ্ট্য ধারণ করে। তাহলে তাদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়??
পার্থক্যটা হচ্ছে, Ambivert রা বৈশিষ্ট্যগতভাবে সব সময় তাদের মাঝে introvertion এবং extrovertion দুটি বৈশিষ্ট্য ধারণ করে।
আর omnivert রা এক বিশেষ ধরনের Ambivert যারা স্পেসিফিক সিচুয়েশনে introvertion অথবা extrovertion দুটি বৈশিষ্ট্য চরম মাত্রায় প্রদর্শন করে থাকে।
তারা হয়তো বা একদিন এক্সট্রোভার্ট থাকলো, বন্ধুদের সাথে সময় কাটালো, আড্ডা দিল কিন্তু পরের দিন আবার ইন্ট্রোভার্ট হয়ে গেল।
সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে না??
চলুন দু'একটা উদাহরণ এর মাধ্যমে বুঝার চেষ্টা করি ।
1॥ এম্বিভার্ট রা সর্বদা introvertion এবং extrovertion এ দুটি বৈশিষ্ট্য ধারণ করে। তারা কখনোই পরিপূর্ণ ইন্ট্রোভার্ট অথবা এক্সট্রোভার্ট হয়না।
অন্যদিকে omnivert রা একই সময়ে হঠাৎ করে ইন্ট্রোভার্ট আবার হুট করে এক্সট্রোভার্ট এর মত আচরণ করতে পারে।
•আমরা যদি introvertion এবং extrovertion কে একটা রেখা দুইটা শীর্ষবিন্দু সাথে তুলনা করি তবে Ambivert রা সর্বদা ওই রেখার মধ্যে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত চলাচল করতে পারে। কিন্তু omnivert রা কখনো এই প্রান্তে তো কখনো অন্য প্রান্তে চলাচল করে।
2॥ Amnivert রা তাদের introvertion এবং extrovertion আচরণটা প্রদর্শন করে বাহ্যিক পরিস্থিতি বিবেচনা করে। যেখানে omnivert রা নিজেদের ইন্টার্নাল পরিস্থিতি অনুযায়ী এক্সট্রোভার্ট অথবা ইন্ট্রোভার্ট এর মত আচরণ করে।
3॥ Omnivert রা তাদের Mood এর উপর নির্ভর করে introvertion এবং extrovertion আচরণ প্রদর্শন করে থাকে। যেমন যখন সে ইন্ট্রোভার্ট মুডে থাকে, তখন সে এক্সট্রোভার্ট মুড প্রদর্শন করতে পারে না । অন্যদিকে যখন সে এক্সট্রোভার্ট মূডে থাকে, তখন সে ইন্ট্রোভার্ট মুড প্রদর্শন করতে পারে না।
কিন্তু, Ambivert রা তাদের ইন্ট্রোভার্ট এবং এক্সট্রোভার্ট আচরণ কোনো মুড এর উপর নির্ভর করে প্রদর্শন করে না। তারা পরিস্থিতি বিবেচনা করে তারপর তাদের আচরণ প্রদর্শন করে।
আশা করি, আপনারা বুঝে গেছেন কারা ambivert আর কারা omnivert ।