Nishat Tasnim- আমাদের প্রত্যেকটি চুল একেকটি নার্ভ সেল এর সাথে সংযুক্ত থাকে। আমাদের মাথা যখন ঘুরে তখন এরা মস্তিষ্কে সংকেত পাঠায়।
আমাদের কানের ভিতরের অংশ শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। কানের ভিতরের এই অংশগুলো এক ধরনের তরল পদার্থ দ্বারা পূর্ণ থাকে। এই তরল পদার্থগুলো যেই স্থানে থাকে সেই স্থানের দেয়ালগুলো চুলের কোষের সাথে যুক্ত থাকে। এই চুলের কোষগুলো আবার নার্ভ সেল এর মাধ্যমে মস্তিষ্কে বার্তা পাঠায়। যখন আপনি কিছুক্ষণ গোল গোল ঘুরেন তখন আপনার কানের ভিতরের তরল পদার্থও ঘুরতে থাকে, তারপর যখন আপনি হঠাৎ ঘোরা বন্ধ করেন তখনও এই তরল পদার্থ ঘুরতে থাকে। এর ফলে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায় এবং ভাবে যে আপনি তখনও ঘুরছেন। এই কারণে কিছুক্ষণ গোল গোল ঘুরলে আমাদের মাথা ঘুরায়।