সাধারণ পানির বদলে ভারী পানি খেলে কি হবে এ প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে প্রথমেই জানতে হবে কতটুকু পানি পান করছেন । যদি আপনি এক গ্লাস ভারী পানি পান করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ।যদি আপনি একই সাথে কয়েক গ্লাস ভারী পানি পান করেন তাহলে আপনার মাথা-ঘোরা,বমি-বমি ভাব হতে পারে ।
দেহের ২০% ভারী পানি দ্বারা প্রতিস্থাপিত হলে আপনি তেমন কোনো সমস্যা অনুভব করবেন না অর্থাৎ বেঁচে থাকবেন।যদি দেহে ২৫% পানি দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে স্থায়ী স্টেরিলাইজেশন ঘটবে । আর যদি দেহে ৫০% পানি ভারী পানি দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে প্রাণঘাতী হতে পারে, যদিও সেটি প্রকৃতপক্ষে মৃত্যু নয় । ভারী পানির বিষক্রিয়া কেমোথেরাপির বিষ এবং সাইটোটক্সিক বিষক্রিয়ার অনুরূপ।
©Zhang Bao Hua