অনুচক্রিকা শুধুমাত্র আমাদের দেহের ক্ষত বা কাটা স্থানেই রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।কিন্তু আমাদের দেহের রক্তনালিকার মাঝে অনুচক্রিকা থাকলেই যে রক্ত জমাট বাঁধবে-এমনটি নয়।আর রক্ত জমাট না বাঁধার পিছনে কারণ হলো আমাদের দেহের বেসোফিল(শ্বেত রক্তকণিকা) হেপারিন নিঃসরণ করে।আর হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না।কিন্তু যখন দেহের কোনো অংশ কেটে যায় তখন ঐ হেপারিন বাতাসের সংস্পর্শে এসে নিষ্ক্রিয় হয়ে যায়।তাই তখন অনুচক্রিকা রক্ত জমাট বাঁধার কাজ করতে পারে।